• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২২
সর্বশেষ আপডেট : ২১ অক্টোবর, ২০২২
Designed by Nagorikit.com

আওয়ামী লীগে যোগ্য নেতৃত্ব নিশ্চিত করুন : মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া এমপি

কুমিল্লা জার্নাল

হোসাইন মোহাম্মদ দিদার।

কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন কেউ টাকা খেয়ে কমিটি দিবেন না,আওয়ামী লীগে যোগ্য নেতৃত্ব নিশ্চিত করুন। ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। দেশকে আরো এগিয়ে নিতেও এ দলের বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে যোগ্য নেতাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে।

শুক্রবার বিকেলে দাউদকান্দি পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পৌরসভার জারিফ আলী শিশু পার্কে অনুষ্ঠিত ৩টি ওয়ার্ডের সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থীদের সমর্থনে নেতাকর্মীদের মিছিলে মিছিলে সম্মেলন মুখরিত হয়ে উঠে। পৌরসভার ৩টি ওয়ার্ডের নেতা,কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সম্মেলনস্থল ছিলো কানায় কানায় পূর্ন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.)মোহাম্মদ আলী,দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন সিকদার, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম উপজেলা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান মুক্তা,সাধারণ সম্পাদক মো. শাজাহান মিয়া,জেলা পরিষদ সদস্য জেবুননেসা জেবু,জেলা পরিষদ সদস্য নাসিম ইউসুফ রেইন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজাহান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সোহেল রানা, কাউন্সিলর নুরুন নাহার খন্দকার, কাউন্সিলর তাসলিমা খন্দকার,সাবেক কাউন্সিলর ইয়াসমিন আক্তার, সাবেক কাউন্সিলর শেফালী বেগম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী খন্দকার ফারুক, পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন।

কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাবেক নেতা মামুন মিয়া,পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য খাজা প্রধান প্রমুখ।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর