• ঢাকা
  • শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
Designed by Nagorikit.com

উত্তর দূর্গাপুর মোহাম্মদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা’র উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন : লালমাই, কুমিল্লা।

 

কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের উত্তর দূর্গাপুর মোহাম্মদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এই তাফসীরুল কুরআন মাহফিল।

 

লালমাই ও সদর দক্ষিণ উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহবায়ক কামরুল হাসান শাহিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এমরান কবির, জেলা পরিষদ সদস্য আমির হোসেন মেম্বার, জেলা যুবলীগের সদস্য লোকমান হোসেন, যুবলীগ নেতা শামসুর রহমান শিমুল, ভূলইন দক্ষিণ ছাত্রলীগের আহবায়ক প্রভাষক আমান উল্লাহ আমান প্রমুখ।

 

মাহফিলে তাফসীর পেশ করেন উক্ত মাদ্রাসা’র মুহতামিম মাওলানা মনির হোসেন, মাহিনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মীর হোসাইন, মুফতি আবদুল জাব্বার (ঢাকা), হাফেজ মাওলানা রহিম উল্লাহ বশিরি (নোয়াখালী), হাফেজ মাওলানা নাসির উদ্দিন খাঁন আনসারী (ফিরোজপুর, বরিশাল)।

 

তাফসীরুল কুরআন মাহফিলে লালমাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ইসলাম প্রেমী মুসলিম জনতা উপস্থিত ছিলেন। মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন উক্ত মাদ্রাসা’র শিক্ষক ও শিক্ষার্থীরা।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর