• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ১৩ নভেম্বর, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা লালমাইয়ের সন্তান খোরশেদ আলম লোকমানকে গণসংবর্ধনা

কুমিল্লা জার্নাল

গাজী মামুন : লালমাই, কুমিল্লা।

কুমিল্লার লালমাই ও সদর দক্ষিণ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

 

রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডস্থ নির্জন ফুড পার্কে লালমাই ও সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি হাজী সিদ্দিকুর রহমান।

 

সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাহাবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ, সদর দক্ষিণ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল্লাহ বিএসসি সহ অনেকে।

 

উল্লেখ্য- খোরশেদ আলম লোকমান জেলার লালমাই উপজেলাধীন ভূলইন উত্তর ইউনিয়ন দাপাড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের ছেলে। তিনি রাজপথের একজন পরীক্ষিত ছাত্রনেতা হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। এছাড়াও তিনি দেশের প্রতিটি ক্রান্তিকালে এলাকায় বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর