![কুমিল্লা জার্নাল]( https://comilla-journal.com/wp-content/uploads/2021/12/received_591334622145014.webp )
স্টাফ রিপোর্টার।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগের দিন শনিবার কুমিল্লায় পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লা সদর উপজেলার সাহাপুর নামক স্থান থেকে বিদেশি পিস্তলসহ জহির উদ্দিন নামে ৪৫ বছর বয়সি ওই ব্যক্তিকে আটক করা হয়।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শনিবার ৬ জানুয়ারি দুপুরে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
আগ্নেয়াস্ত্রসহ আটক জহির উদ্দিন কুমিল্লা সদর উপজেলার সাহাপুর গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার পুত্র। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, কুমিল্লায় অস্ত্র সহ বিজিবি সদস্যরা একজনকে আটক করেছেন বলে জানতে পেরেছি। এ বিষয়ে মামলা দায়ের ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :