
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বোমা হাসিবকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ মে) রাত পৌনে ৩টায় কুমিল্লা সদরের চাঁনপুর স্টিল ব্রিজের দক্ষিণ পাশ থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন বোমা হাসিব। এসময় হাসিবের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করে পুলিশ।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, সে এলাকায় বোমা হাসিব নামেই পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র, বিষ্ফোরক ও হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
পুলিশের ধারণা, আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নিবার্চনে সহিংসতা সৃষ্টির জন্যই সে এই অস্ত্র এনেছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :