• ঢাকা
  • শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২২
সর্বশেষ আপডেট : ২ আগস্ট, ২০২২
Designed by Nagorikit.com

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

জেলা প্রতিনিধিঃ

কুমিল্লায় গভীর একটি মাছের ঘেরে ডুবে ইসমাইল (৪) এবং রোজা (৬) নামের ২ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) রাত ৮টায় জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আরিফপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ইসমাইল (৪) এবং বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে রোজা (৬)। তারা আপন ফুফাতো এবং মামাতো ভাইবোন। তাদের মধ্যে রোজা ইসমাইলের মামাতো বোন। সে ইসমাইলদের বাড়িতে বেড়াতে এসেছিল।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলী মুর্তজা।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই ২শিশু খেলাধুলা শেষে বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে যায়। স্বজনরা প্রায় ২ ঘন্টা ধরে অনেক খোঁজাখুঁজি করে খুঁজে না পাওয়ায় বাড়ির পাশে গভীর একটি মাছের ঘেরের পাশে তাদের জামাকাপড় দেখতে পেয়ে ধারণা করা হয় ঘেরে পড়েছে তারা। পরে স্থানীয় মানুষদের প্রচেষ্টায় প্রথমে ছেলে শিশু ইসমাইলের লাশ ভাসমান অবস্থায় পান।

পরে অপর শিশু রোজার লাশ খুঁজে না পেয়ে ওই মাছের ঘেরে দফায় দফায় জাল মেরে অন্তত আড়াইঘন্টা পর রোজার লাশ খুঁজে পাওয়া যায়। এ ঘটনায় আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষের সমাগম ঘটে। ওই এলাকায় শোকের মাতম বইছে বলে জানান তিনি।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো ফেরত আসেনি। পুলিশ আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

 

কুমিল্লাজার্নাল.কম/জাহিদ

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর