ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঝড়ের সময় ঘরের ওপর গাছ পড়ে জয়নাল আবেদীন ভূইয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জয়নাল ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় জয়নালের স্ত্রী নিপা আক্তার আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে। রাতে সৃষ্টি সাথে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এ সময় একটি গাছ জয়নালের ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছড়া এ ঘটনায় তার স্ত্রীও আহত হন।
কুমিল্লাজার্নাল/জাহিদ
আপনার মতামত লিখুন :