• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২২
সর্বশেষ আপডেট : ১৫ আগস্ট, ২০২২
Designed by Nagorikit.com

শোক দিবসে কুমিল্লায় মহিলা আওয়ামী লীগের মারামারি

কুমিল্লা জার্নাল

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বারে র‌্যালিতে কে সামনে থাকবে এই নিয়ে মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর মাঝে মারামারি ঘটনা ঘটে।
সোমবার কুমিল্লা দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। মিনিট দুয়েকের এই মারামারির ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সকাল সাড়ে ১০ টায় দেবিদ্বার উপজেলা থেকে শোক দিবসের র‌্যালি বের হয়। ওই সময় র‌্যালির পেছনে কে আগে যাবেন কে পরে যাবেন এই নিয়ে তর্কাতর্কি পরে হাতাহাতি শুরু করেন মহিলা আওয়ামী লীগের সদস্যরা।
ভিডিওতে দেখা যায়, তর্কাতর্কির এক পর্যায়ে দেবিদ্বার উপজেলা যুব মহিলালীগের সদস্য লিলি আক্তারের উপর হামলা করেন আরেক সদস্য সুমি আক্তার। এ সময় সুমি আক্তারের সাথে অন্যরাও যোগ দেয়। ঘটনার সময় পাশেই ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা ও সদস্য বিথি আক্তার।
কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা বলেন, আমার এক কর্মী সুলতানা আকতার মিনার সাথে এক নারীর বাকবিতণ্ডা হয়। কেন এই বাকবিতন্ডা এমন প্রশ্নে শিরিন সুলতানা বলেন, আমি বিষয়টি নিয়ে দেবিদ্বার থানায় যাচ্ছি অভিযোগ দিতে। পরে বিস্তারিত বলবো।

 

কুমিল্লাজার্নাল/জাহিদ

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর