• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২২
সর্বশেষ আপডেট : ১৮ মার্চ, ২০২২
Designed by Nagorikit.com

কুবি’র চলমান সমস্যা সমাধানের আশ্বাস; আন্দোলন স্থগিত করলো শিক্ষার্থীরা

কুমিল্লা জার্নাল

নাজনীন নৈশি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

 

সমস্যা সমাধানের আশ্বাসে ৮ দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য বাসভবনের সামনে চলমান অবরোধ তুলে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের আবাসিক শিক্ষার্থীরা।

 

শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের উপস্থিতিতে এ অবরোধ তুলে নেন তারা।

 

এ সময় শিক্ষার্থীদের সাথে ফোনে খারাপ ব্যবহার করা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন সবার সামনে এসে ক্ষমা চান। তবে ছাত্রীরা এই ক্ষমা ছাড়াও নির্দিষ্ট প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান তার বিরুদ্ধে।

 

এ ব্যাপারে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে অপর্ণা নাথ বলেন, উপাচার্য স্যার আমাদের সাথে বসে পর্যায়ক্রমে সমস্যা সমাধানের কথা বলেছে। আমরা আগামী রবিবার স্যারের সাথে বসবো। যদি আমাদের সমস্যা দ্রুত শেষ না হয় তাহলে আমরা প্রশাসনিক ভবনে তালা দিব।

 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী কামাল উদ্দিন বলেন, উপাচার্য স্যার মেয়েদের সাথে সরাসরি কথা বলবেন এবং পর্যায়ক্রমে তাদের সকল সমস্যা সমাধান করা হবে।

 

উল্লেখ্য, পানি সমস্যা সমাধান, বাসস্থান সমস্যা সমাধান, ওয়াইফাই স্প্রিড গতি বাড়ানো, হলে ক্যান্টিনের ব্যবস্থা, খাবারের মান উন্নতিকরন, খাবারে ভর্তুকি দেয়া এবং বর্তমানের দ্রুত বিদ্যুৎহীন পরিস্থিতি ঠিক করা ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেনের প্রশাসনিক বিচার এবং তাকে সবার সামনে এসে মাফ চাওয়ার দাবিতে বিকাল সাড়ে পাঁচটার দিকে উপাচার্য বাসভবন অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীরা।

আরও পড়ুন

  • লিড এর আরও খবর