• ঢাকা
  • রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২২
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২২
Designed by Nagorikit.com

কুবি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ভিসির শ্রদ্ধা নিবেদন

কুমিল্লা জার্নাল

নাজনীন আক্তার

কুবি প্রতিনিধি:

যথাযথ ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম আবদুল মঈন।

সোমবার ২১শের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির, ট্রেজারার ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের, প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরাবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.এফ.এম আবদুল মঈন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুতরাং এই দিক থেকে বাঙালি জাতি অত্যান্ত গর্বিত। আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি। তাই পরিশেষে বলতে চাই রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই ভাষাটাকে আমরা যেন কোনভাবেই অপমান না করি।”

উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের পরপরই বিশ্ববিদ্যালয়ের পরিবারের সবাইকে নিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, বিভিন্ন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবসহ অন্যান্য সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনগুলো।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর