• ঢাকা
  • শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৩ জুলাই, ২০২৩
Designed by Nagorikit.com

কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার পেল মুরাদনগর থানার পরিদর্শক জয়নাল

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার:

মামলা তদন্ত, দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার ও মামলার রহস্য উদঘাটনে কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরুপ কুমিল্লার মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন পুরস্কৃত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্স শহিদ আরআই আব্দুল হালিম মিলনায়তনের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) জয়নাল আবেদীনের হাতে বিশেষ পুরষ্কারটি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মংনে থুআই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পিযুস চন্দ্র দাস প্রমুখ।

জানা গেছে, কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ বাজারের নিপুন জুয়েলার্সে গত রোববার (১১ জুন) দুর্ধষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনার ১১ ঘন্টার মধ্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীনের নেতৃত্বে জড়িত আসামিকে গ্রেপ্তার ও আসামির কাছ থেকে ৯ ভরি স্বর্ণ এবং নগদ সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া গ্রেপ্তার আসামি আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যার মাধ্যমে মামলার রহস্য উদঘাটন হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীনের এ কৃতিত্বপূর্ণ কর্মের।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর