• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
Designed by Nagorikit.com

ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাব অব লাকসামের শিক্ষা সামগ্রী বিতরণ

কুমিল্লা জার্নাল

গাজী মামুন : লালমাই, কুমিল্লা

 

কুমিল্লা’র লালমাইয়ে রোটারি ক্লাব অব লাকসামের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাকই উত্তরের মোহনপুর আলিম মাদ্রাসা’র অডিটোরিয়ামে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

 

বাকই উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহি অনুপম।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা এনাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল, চক্ষুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোঃ মোতাহার হোসেন জুয়েল।

 

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তরুণ প্রজন্মের উদ্যোক্তা, এ সময়ের জনপ্রিয় সমাজ সেবক রোটারী ক্লাব অব লাকসামের সহ-সভাপতি হাজী মোঃ ফরহাদ হোসাইন।

 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব লাকসাম ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লালমাই শাখা’র সভাপতি মোঃ মিজানুর রহমান, মোহনপুর আলিম মাদ্রাসা’র সভাপতি মাওলানা খোরশেদ আলম, মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা হাসানুজ্জামান, রোটারী ক্লাব অব লাকসামের সাধারণ সম্পাদক মহিউদ্দিন নুরু, ইলেক্ট প্রেসিডেন্ট জিল্লুর রহমান, সহ-সভাপতি শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সৈকত, কোষাধ্যক্ষ জাবের হোসেন জাবেদ প্রমুখ।

 

পরে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে উপস্থিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর