• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৯ অক্টোবর, ২০২৩
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে ১২৪ কেজি গাঁজা জব্দ, ২ আসামী পলাতক

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

 

রুবেল মজুমদার||

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ০৫নং শুভপুর ইউনিয়নের পূর্ব কাদৈর এলাকা হতে ১২৪ কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন পিকআপ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই ২ জন আসামী পালিয়ে যায়। গতকাল সোমবার (০৯ অক্টোবর) জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন টা জানানো হয়।

ঘটনাস্থল থেকে পলাতক আসামীরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার কাদৈর গ্রামের কালামের ছেলে আরিফ(২৮) ও একই গ্রামের বাচ্চুর ছেলে সবুজ (২৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (০৯ অক্টোবর) চৌদ্দগ্রাম উপজেলার ০৫নং শুভপুর ইউনিয়নের পূর্ব কাদৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি নীল রংয়ের পিকআপ ভ্যান গাড়ীর ড্রাইভিং সিটে ও পিছন থেকে ০২ জন লোক গাড়ী ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে, গাড়ীর পিছনে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় মোট ১৬টি পোটলায় ০৪ কেজি করে এবং ১২ পোটলায় ০৫ কেজি করে সর্বমোট ১২৪ কেজি গাঁজাসহ ০১টি নম্বরবিহীন নীল রংয়ের টাটা পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

এই ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়।।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর