• ঢাকা
  • শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৩
সর্বশেষ আপডেট : ৪ আগস্ট, ২০২৩
Designed by Nagorikit.com

দাখিলে ইর্ষনীয় সাফল্য বাগমারা দারুত তাহযীব মহিলা মাদ্রাসা শিক্ষার্থীদের

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন : লালমাই।। 

 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর কুমিল্লা লালমাই উপজেলায় ভালো ফলাফল অর্জন করেছে মেয়েদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা দারুত তাহযীব মহিলা মাদ্রাসা। এ বছর এই মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়েছে। এ বছরই প্রথমবারের মতো এ মাদ্রাসা থেকে সাতজন ছাত্রী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। একটি এ প্লাস (A+) সহ এ (A) গ্রেড ও শতভাগ পাশের হার নিয়ে ভালো অবস্থানে রয়েছে মাদ্রাসাটি।

 

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির বলেন, এ বছর দাখিল পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। এতে করে আমরা মাদ্রাসার সকল শিক্ষক অত্যন্ত খুশি হয়েছি। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা কোনো অংশেই পিছিয়ে নেই, তারাও এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, দাখিল ছাড়াও আমাদের মাদ্রাসা বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) পরীক্ষায় তাইসির (পঞ্চম) নাহবেমীর (সপ্তম) জামাতে অংশগ্রহণ করে সারা বাংলাদেশে মেধা তালিকায় ইস্টার্ন মার্কসহ শতভাগ সফলতা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সকলের নিকট দোয়া চাই।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর