
কুমিল্লা প্রতিনিধি।।
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুমিল্লার মনোহরগঞ্জে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের হাজিপুরা মাদরাসা মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান সফিক।
এসময় তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকার ভেবেছিল খালেদা জিয়াকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে কারান্তরীণ এবং গৃহবন্দি করলেই বাংলাদেশের মানুষ স্তব্ধ হয়ে যাবে।যা কোনোদিনও বাংলাদেশের মাটিতে সম্ভব নয়।কেননা বেগম জিয়া হলেন বাংলাদেশের ১৬কোটি মানুষের আস্থা ও ভালোবাসার মানুষ।
তিনি বলেন -আওয়ামী লীগ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা পর্যন্ত বন্ধ করে দিয়েছেলো।আজ তারা(আওয়ামীলীগ)কোথায়?
পরে তিনি(বেগম খালেদা জিয়া) যেনো অচিরেই পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় নেতৃত্ব দেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন।
মৈশাতুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, হাজিপুরা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনিরুজ্জামান, ডাক্তার শাহজাহান মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম মেহেদী, ছাত্রনেতা আরিফুর রহমান আরিফ প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন যথাক্রমে রহিম মজুমদার, সেলিম হাসনাত, মহিন মজুমদার।
ইফতার পূর্ব দোয়া-মুনাযাতে স্বৈরাচার হাসিনার আমলে নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :