• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ১৯ নভেম্বর, ২০২২
Designed by Nagorikit.com

বরুড়ায় কিশোর কিশোরী ক্লাবের তথ্যের ভিত্তিতে বাল্য বিবাহ বন্ধ করলো উপজেলা প্রশাসন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

মোঃ শরীফ উদ্দিন: কিশোর কিশোরী ক্লাবের তথ্যের ভিত্তিতে বাল্য বিবাহ বন্ধ করলো উপজেলা প্রশাসন। গত ১৭ নভেম্বর উপজেলার ভবানীপুর ইউনিয়নের উ. লক্ষীপুর গ্রামে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাব, উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সহযোগিতায় নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীর বাল্য বিবাহ প্রতিরোধ করে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান। এসময়  উপস্থিত ছিলেন বাতাইছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্ল্যাহ, বরুড়া থানা পুলিশের এস আই শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল,  উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, সহ সভাপতি ও দৈনিক রুপসী বাংলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রভাষক রিয়াজ উদ্দিন রানা, প্রচার সম্পাদক ও জেন্ডার প্রমোটর সাংবাদিক মোঃ শরীফ উদ্দীন, হৃদয় ভৌমিক, পেয়ার আহমেদ জনি, সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। কার্যকরী ভুমিকার জন্য বরুড়া উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান স্থানীয়রা। এর আগে বরুড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর কিশোর কিশোরী ক্লাব ও উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গোপন সুত্রেও সরেজমিনে গিয়ে বাল্য বিবাহ হচ্ছে এমন তথ্য সংগ্রহ করে উপজেলা প্রশাসনকে অবহিত করলে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ মেহেদী হাসান সংগীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে কনের জেঠা ও মামাকে জিজ্ঞাসা বাদের জন্য তার কার্যালয়ে আটক করে নিয়ে আসে পরে স্থানীয়দের জিম্মায় মেয়েটিকে ১৮ বছরের পুর্বে বিয়ে দিবেনা এই মর্মে অঙ্গিকার নামা দিয়ে মেয়ের বাবা মা মেয়ের জেঠা ও মামাকে ছাড়িয়ে নিয়ে যায়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর