চৌদ্দগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।চৌদ্দগ্রাম উপজেলা আহবায়ক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (আদনান হাবীব), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি তুষার আহমেদ, সাধারণ সম্পাদক ফিরোজ খান, সাংগঠনিক
সম্পাদক মো. হাসান, অর্থ সম্পাদক মো. বিল্লাল হোসেন ।বক্তারা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদের নাম পরিবর্তন, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি, ম্যানেজিং কমিটিতে কর্মচারীদের প্রতিনিধি রাখা সহ সরকারের নিকট তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের জোর দাবী জানান। সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মোরশেদ আলম মিলন। মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের মো. ওমর ফারুক সাধারণ সম্পাদক, এবং ফেলনা উচ্চ বিদ্যালয়ের শাহাদাত হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
আপনার মতামত লিখুন :