• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৩
Designed by Nagorikit.com

বুধইর এলাকায় ৬০ কেজি গাঁজা জব্দ: গ্রেফতার ২

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

জাহিদ হাসান নাইম ||

কুমিল্লার র‍্যাব ১১ সিপিসি-২ এর অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বুধইর এলাকা হতে ৬০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব ১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এর স্বাক্ষরিত একটি প্রেস রিলিজে জানানো হয়, সোমবার (১৬ জানুয়ারী) বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বুধইর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। এতে ধরা পড়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী। এসময় তার কাছ থেকে মাদকদ্রব্য সহ ৪টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বুধইর গ্রামের মৃত শামসুল হক খানের ছেলে মোঃ ছাদেক (৩৫) ও বুড়িচং থানার করিমাবাদ গ্রামের শফি উল্লাহর ছেলে মোঃ রাজু আহমেদ (৩০)

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা সহ বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।

এ বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা যায়।

CJ/zahid

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর