• ঢাকা
  • শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ২১ ডিসেম্বর, ২০২১
Designed by Nagorikit.com

মাথাকে আনারস বানিয়ে কুমিল্লায় নির্বাচনি প্রচারণা

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার।।

মো. মামুন। মামুন পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। আসন্ন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান আবু তাহের পক্ষে নির্বাচনী প্রচরনায় নেমেছেন তিনি।পেশা অটোচালক মামুন চেয়ারম্যান প্রার্থী আবু তাহেরকে ভীষন ভালোবাসেন । তাই আবু তাহের প্রতি ভালোবাসা টানে মাথার চুল কেটে আনারসের আকৃতি তৈরি করে ব্যতিক্রমী নির্বাচনের প্রচারণায় মাঠে নেমেছেন তিনি।
জানায় যায়,চৌদ্দগ্রাম উপজেলার ঝাটিয়ার খিল এলাকার রফিকুল ইসলামের ছেলে। মামুনের এ ধরনের প্রচারণায় বিস্মিত হয়েছেন অনেকেই।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানুষের ভিড়ের মধ্যে তাকে দেখা যায়। তিনি চৌদ্দগ্রামের ১১নং চিওড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আবু তাহেরের সমর্থক।
মামুন বলেন, ‘গত রবিবার চিওড়া ধোড়করা বাজারের একটি সেলুনে এই আনারস ডিজাইন করি। দুই দিন সময় লেগেছে। গুনতে হয়েছে এক হাজার ২শ’ টাকা। তবু আমি এখন খুশি।’
কুমিল্লায় আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রার্থীকে নিয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে গিয়ে নানা বাধা-বিপত্তির সম্মুখীন হচ্ছি। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কুমিল্লা প্রেস ক্লাবে মানববন্ধন করতে এসেছি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’

 

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • বৃহত্তর কুমিল্লা এর আরও খবর