
গাজী মামুন, লালমাই।।
কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজার সংলগ্ন রেলব্রিজে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মাহবুব আলম সিয়াম (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর অনুমান ১টা ৩০ মিনিটের দিকে বাগমারা রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র সিয়াম উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের দক্ষিণ হাজাতিয়া গ্রামের কাতার প্রবাসী সোহরাব হোসেনের ছেলে। সে এ বছর রহমত আলী মিয়াজী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত সিয়াম ও দুই বন্ধু মিলে বাগমারা বাজার রেলব্রিজে ঘুরতে যায়। পরে বন্ধুদের সাথে টিকটক করার সময় হঠাৎ ঢাকাগামী একটি ট্রেন এসে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম। তিনি বলেন, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :