গাজী মামুন : লালমাই।।
কুমিল্লার লালমাইয়ে বাগমারা ফুটবল একাডেমির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার (৪ আগস্ট) বাগমারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাডেমির সব খেলোয়াড়দের উপস্থিতিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। একাডেমির কর্ণধার রায়হানুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির সহকারী একান্ত সচিব ও লালমাই উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক কেএম সিংহ রতন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগমারা উত্তর ইউনিয়ন আ’লীগের সভাপতি সামছুল হক মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহম্মেদ, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য সোলেমান মেহেদী, লালমাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক একুশে সংবাদের সম্পাদক ড. শাহজাহান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আইয়ুব আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, সহ-সভাপতি রুবেল মির্জা, ধর্ম বিষয়ক সম্পাদক সবুজ, ডা. রাশেদুল ইসলাম বাপ্পি, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক নোমান হোসাইন, যুগ্ম আহবায়ক ওমর ফারুক, ভূলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইফতেখার অমিত ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মনির হোসেন ও একাডেমির কোচ সহ অনেকে।
আগামীতে এই একাডেমি থেকে জাতীয় পর্যায়ের ভালো খেলোয়াড় তৈরি করতে সকলের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানান বক্তারা।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :