• ঢাকা
  • শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৩
সর্বশেষ আপডেট : ২৬ এপ্রিল, ২০২৩
Designed by Nagorikit.com

লালমাইয়ে মোটসাইকেল-সিএনজি সংঘর্ষ, নিহত ১

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

 

জাহিদ হাসান নাইম||

কুমিল্লা জেলার লালমাই উপজেলার হরিশ্চর-ভুশ্চি সড়কের জাম্মুড়ায় (বুশ মার্কেটের পূর্বে) উৎসব পদুয়া নামক স্থানে সিএনজি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান জয় (২২) নামের ১ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ বেলঘর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের ৫ম পর্বের ছাত্র ছিলেন। এছাড়াও নিহত জাহিদ বেলঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন বলেও জানা যায়। জাহিদের মৃত্যুতে তার পুরো পরিবারে শোকের আহাজারি বয়ে যায়।

এ বিষয়ে লালমাই থানার ওসি মোঃ হানিফ সরকার বলেন, আমরা ঘটনাস্থলেই সাথে সাথেই গিয়েছি। সিএনজি চালক পালিয়ে গেলেও সিএনজিটিকে আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। নিহতের লাশ আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

 

 

 

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর