• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২২
সর্বশেষ আপডেট : ১৬ অক্টোবর, ২০২২
Designed by Nagorikit.com

লালমাই’র শানিচোঁ বাজারে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা চালু

কুমিল্লা জার্নাল

গাজী মামুন: লালমাই, কুমিল্লা।

 

কুমিল্লা  লালমাই উপজেলার শানিচোঁ বাজারে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৬৫০ তম এজেন্ট শাখা’র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) সকালে শানিচোঁ বাজারস্থ ইউনুস ম্যানশনের ২য় তলায় এ শাখা’র উদ্বোধন করা হয়।

 

পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখাটি’র উদ্বোধন করেন ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা’র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন।

 

পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম আল মাহমুদ শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লাকসাম শাখা’র এফএ ভিপি ও শাখা ব্যবস্থাপক মহিউদ্দিন খান, ব্রাহ্মণবাড়িয়া টুনকি সাদেকুল উলুম মাদ্রাসা’র প্রিন্সিপাল মাওলানা আবদুল কাইয়ুম, ইউপি মেম্বার সহিদুর রহমান, সাপ্তাহিক কুমিল্লার সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মনির হোসেন, সেইভ বিজনেস সেন্টারের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক তমাল চন্দ্র বনিক প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

 

ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন বলেন, শুধু আর্থিক লাভের জন্য নয়, মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষার উদ্দেশ্যে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। শানিচোঁ বাজারের নতুন এ শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন তিনি।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর