গাজী মামুন।।
শপথ নিলেন কুমিল্লার লালমাই উপজেলার ৫ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান কুমিল্লা জেলার জেলা প্রশাসক কামরুল হাসান।
শপথ গ্রহণ করেন ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এমরান কবির, ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেয়াকত হোসেন গাজী, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই।
সভা পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগ (ডিডিএলজি)’র শওকত আকবর। এ সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ ,উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির খান।
শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক কামরুল হাসান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
কুমিল্লা জার্নাল.কম/মুন্না
আপনার মতামত লিখুন :