হোসাইন মোহাম্মদ দিদার : দেশীয় অস্রসস্র নিয়ে প্বার্শবর্তী গ্রাম সবজিকান্দি গ্রামের কিছু বিপদগামী তরুণ দক্ষিণ সতানন্দি গ্রামের নিরীহ জনতার উপর এই হামলা চালায়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় দ.সতানন্দিতে,আহতরা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুপক্ষকে নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন—রানা (২৬),শাহীনাসহ অজ্ঞাত আরও দুজন।
উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন জানান,” অন্য একটি গ্রাম থেকে বহিরাগতরা এসে দক্ষিন সতানন্দি গ্রামে হামলা চালিয়ে নারী-পুরুষদের এলোপাতাড়ি মারধর করে আহত করে, যা খুব নিন্দনীয়।
আমি দোষীদের বিচারের দাবি দাবি করছি।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এলাকাবাসি মনে করছে সন্ত্রাসীরা আবারও যেকোনো সময় হামলা করতে পারে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :