• ঢাকা
  • শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৮ নভেম্বর, ২০২৩
Designed by Nagorikit.com

কুমিল্লায় ঘূর্ণিঝড়ের সময় গাছ পড়ে ২ জনের মৃত্যু

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লালমাইয়ে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ঘরের উপর গাছ পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক ৩টায় উপজেলার বেলঘর ইউনিয়নের ধানোরা গ্রামের দুটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ওই গ্রামের বাসিন্দা মোঃ ইয়াসিন (৪৫) এবং পার্শ্ববর্তী বাড়ির মোসাঃ আনোয়ারা বেগম (৭০)। ঘূর্ণিঝড়ের কারণে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি পরদিন দুপুরের পর জানাজানি হয়।

ঘূর্ণিঝড় চলাকালে তাদের ঘরের উপর গাছ পড়লে ঘুমন্ত অবস্থায় দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস। তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক তিনটার দিকে একই গ্রামের দুটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি আমরা শনিবার দুপুরে জানতে পেরেছি। খবর পেয়ে আসরা সাথে সাথে নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করে ওই গ্রামের যাই।দু’টি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর