• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩ নভেম্বর, ২০২৪
Designed by Nagorikit.com

চৌদ্দগ্রামে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

কুমিল্লা জার্নাল

সাইদুল হক চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এ সময় মহাসড়কের যানজট নিরসন, ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা সহ মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কার্যকর আলোচনা করা হয়। রবিবার (০৩ নভেম্বর) সকালে মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে থানা হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি ও হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো: খাইরুল আলম। মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা হাইওয়ে কমিউনিটি পুলিশং এর সভাপতি মো: শরীফ হাসান, সাধারণ সম্পাদক মো: শাহ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, অপূর্ব, চৌদ্দগ্রাম উপজেলা হাইওয়ে কমিউনিটি পুলিশং এর সহ-সভাপতি মো: আবু তৈয়ব, আব্দুল কুদ্দুস, আরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো: আজিম উদ্দিন খাঁন, সদস্য মো: শহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর