• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৩
সর্বশেষ আপডেট : ১০ জুলাই, ২০২৩
Designed by Nagorikit.com

দাউদকান্দিতে ডিবির হাতে শতকেজি গাজাঁসহ আটক ২

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]
রুবেল মজুমদার ।।
কুমিল্লার দাউদকান্দির দক্ষিণ শতানন্দি এলাকা ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এসময় মাদকপাচারে ব্যবহৃত একটি কভার্ডভ্যান জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির দক্ষিণ শতানন্দি এলাকায় ঢাকামুখী লেনের ওপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনাকালে গ্রেফতার হন মাদককারবারিরা। গ্রেপ্তারকৃতরা হলো- মো. মিজানুর রহমান (২৮)। বরগুনা জেলার আমতলী গ্রামের মৃত-শাহজাহানের ছেলে। ও মো. শাহাবুদ্দিন সুমন(২৩),কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজারের কুরুন্ডি গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে। জেলা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান- গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের দাউদকান্দি দক্ষিন শতানন্দি এলাকার শাহ জালাল হোটেলের সামনে ডিবি পুলিশের চেকপোষ্ট অতিক্রমকালে কাভার্ডভ্যান তল্লাশিকালে গাড়ীর ভেতর থেকে একশত কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদকপাচারের অভিযোগে কাভার্ডভ্যানের ড্রাইভার ও তার সহযোগীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবি ওসি জানান- গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য গাঁজা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক কারবারিসহ গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন এ পুলিশ কর্মকর্তা।
[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর