গাজী মামুন : লালমাই, কুমিল্লা।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুল হোসাইন সৈকতের ৩৬তম জন্মদিন উদযাপিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় হরিশ্চরস্থ আহমেদ এরিস্টোক্রেট ক্যাফে জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে কেক কাটা আয়োজনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান করিম মজুমদার, অগ্রণী ব্যাংক চট্টগ্রাম জোনের মহা-ব্যবস্থাপক নুরুল আমিন, পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এনামুল হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুর রহমান মাসুম, জেলা স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, জেলা সদস্য মিঠু, উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাউছার মোর্শেদ মজুমদার, পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম খোকন, বাকই উত্তর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জাবের, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আনোয়ার সোহেল, পেরুল উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মহিন উদ্দিন সহ অনেকে।
এর আগে জন্মদিন উপলক্ষে বাদ জুমা গরীব-অসহায় মানুষের কম্বল ও বস্ত্র বিতরণ করেন তিনি। সৈকত ১৯৮৬ সালের এই দিনে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের পাড়া দৌলতপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এলাকার সমাজ সেবায় সর্বদা তিনি নিজেকে নিয়োজিত রাখেন।
আপনার মতামত লিখুন :