• ঢাকা
  • শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৫ এপ্রিল, ২০২৩
Designed by Nagorikit.com

মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও ইফতার মাহফিল

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন : লালমাই, কুমিল্লা। 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ১৪০ জন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে বাকই উত্তরের নূরপুরস্থ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী হাজী মোঃ ফরহাদ হোসাইন এর নিজস্ব অর্থায়নে এই ঈদ উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বাকই উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফোরকান এলাহি অনুপম।

 

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হানিফ সরকার, জয়নগর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও হাজী ফরহাদের পিতা মাওলানা আবদুল হাকিম, বিজরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, ইউপি মেম্বার আবদুল করিম, বাকই উত্তর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন, প্রচার সম্পাদক শেখ নোমান সহ অনেকে।

 

এ-সময় সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি পর্যন্ত সংগঠনের সকল মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগত অতিথিরা। ভবিষ্যতেও সকল মানবিক কাজে সংগঠনটির পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অতিথিরা।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর