• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২২
সর্বশেষ আপডেট : ৯ অক্টোবর, ২০২২
Designed by Nagorikit.com

মুরাদনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস উদযাপন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস উদযাপন করা হয়েছে। রবিবার সকালে ইমাম ও মুশলীদের যৌথ উদ্যোগে মিছিলটি উপজেলার নাগেরকান্দি-তিভাগ এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পাশ্ববর্তী হোমনা উপজেলার রঘুনাথপুর দারুল হুদা নেছরিয়া ফাজিল মাদ্রাসায় দোয়া মাহফিল এর মধ্য দিয়ে এসে শেষ হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে নবী প্রেমিক হাজার হাজার আশেকে রাসুল কালেমা তাইয়েবা খচিত পতাকা নিয়ে মিছিলে অংশ নেন।
নাগেরকান্দি জামে মসজিদের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইমাম কাফেলা মুরাদনগর উপজেলার সহ-সভাপতি মো: আতিকুর রহমান, বাংলাদেশ যুব হিজবুল্লাহ’র মুরাদনগর উপজেলার সেক্রেটারী ডাঃ মোশারফ হোসেন।
বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ’র কুমিল্লা উত্তর জেলার সভাপতি মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, তরীকত ফেডারেশনের সহ সভাপতি মোঃ শাহজাহান ভান্ডারী , মালাকাজী বাড়ী জামে মসজিদ এর ইমাম ও খতিব নুরে আলম, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ’র হোমনা শাখার সহ-সভাপতি আবু রায়হান, সেক্রেটারী শাহ আলী, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ’র মুরাদনগর শাখার সহ-সভাপতি হাবিল হোসেন, রাকিব মাহমুদ, মোঃ এরশাদ মিয়া, আলমগীর হোসেন, খবির হোসেনসহ এলাকার ধর্মপ্রান মুশশ্লীগন উপস্থিত ছিলেন। জুলুসে নারায়ে তাকবির, নারায়ে রিসালাতসহ বিভিন্ন ধ্বনিতে প্রকম্পিত হয় চারদিক। পরে প্রধান অতিথি মোনাজাতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ গঠন করার আহবান জানান।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর