গাজী মামুন : লালমাই, কুমিল্লা।
কুমিল্লা লালমাই উপজেলার বিভিন্ন মাদ্রাসা’র হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) রাতে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এই তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
মুহিউস সুন্নাহ উলামা পরিষদ লালমাই শাখার সভাপতি মাওলানা মোস্তফা মাহমুদী (দা.বা.) এর সভাপতিত্বে মাহফিলে তাফসীর পেশ করেন আল্লামা নুরুল হক (দা.বা.), মুফতি আরিফ বিন হাবিব (দা.বা), মুফতি আমজাদ হোসাইন (দা.বা.), মাওলানা খুরশিদ আলম আমজাদী (দা.বা.), মুফতি শামসুদ্দোহা আশরাফী (দা.বা.)।
এর আগে মাহফিলের দিন সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মাহফিল স্থলে সর্বস্তরের জনগণের জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ঔষধ সহ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :