
নাজনীন নৈশি
কুবি প্রতিনিধি:
মধ্যরাতের ঘটনার সূত্র ধরে আজ (১০ সেপ্টেম্বর) দুপুর দুইটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মূল ফটকের সামনে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল ও কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থী ও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় ।
ঘটনায় এখনও পর্যন্ত দুই জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিক্যাল হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই হলের নেতা-কর্মীরা হলের মধ্যবর্তী রাস্তায় বাঁশ, হলের সামনে থাকা গাছের ডাল, রড নিয়ে একে অপরের দিকে তেড়ে যায়। এছাড়া একে অপরকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারে।
ঘটনাস্থলে পুলিশ বাহিনীসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলের প্রক্টর অবস্থান নিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাস।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :