গাজী মামুন :
কুমিল্লা অজিত গুহ কলেজ এইচএসসি ব্যাচ- ২০০৬ এর ১৬ বছর পূর্তি উপলক্ষে শালবন বিহার, কোটবাড়ি, কাশবন রির্সোটে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপূর্ব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা অজিতগুহ কলেজ এইচএসসি ব্যাচ ২০০৬ ফেইসবুক গ্রুপের এডমিন কাউসার হাসান, আয়োজক কমিটির প্রধান মিঠু, শহিদ, সাকিল, আরিফ, এসএম ফয়সাল, জনি, রিফাত, শ্রীকান্ত, আরিফুর রহমান, মনির, ফারজানা আক্তার,শারমিন আক্তার,কাজী ফারহানা উর্মী, বিনতী, কবি এমদাদুল হক, শিল্পী ইউসুফ, হিমেল, এনায়েতুল্লাহ সোহাগ, শরিফুল ইসলাম, নাছির, মামুন, জুয়েল, আশিকুর রহমান রনি সহ আরো অনেকে।
কুমিল্লা অজিত গুহ কলেজ এইচএসসি ব্যাচ-০৬ ফিরে গিয়ে ছিল পুরনো সেই কলেজ ক্যাম্পাসে। অনুষ্ঠান জুড়ে ছিল সকল বন্ধুদের মধ্যে সীমাহীন আনন্দ উল্লাস। অনুষ্ঠানের শুরুতেই একে অপরকে ফুল দিয়ে বরণ, স্মৃতিচারন, অনেকেই আবার কান্নায় ভেঙ্গে পড়ে স্মৃতি চারণ করতে গিয়ে। আড্ডায় নাচে গানে সেলফি তোলা মাতিয়ে তোলে পুরো রিসোর্টটি। দুপুরে খাবার বিরতির পর গান বাজনা, কবিতা আবৃত্তি চকলেট খেলা, চেয়ার খেলা, পুরস্কার বিতরী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
সার্বিক সহযোগিতা করেছেন জাপান প্রবাসী মারুফ, সৌদি আরব প্রবাসী মাহবুবুর রহমান, পূর্তগাল প্রবাসী শিমুল ও ব্যাচ-০৬ এর অন্যান্য বন্ধুরা।
আপনার মতামত লিখুন :