• ঢাকা
  • শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ১৬ জুলাই, ২০২২
Designed by Nagorikit.com

দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানকে ঘুষি মারলেন এমপি

কুমিল্লা জার্নাল

রুবেল মজুমদার ।।
এক এমপির পৃষ্ঠপোষক যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের প্রকাশ্যে অত্যাধুনিক অস্ত্র হাতে ধূমপানকাণ্ডের পর আবার আলোচনায় কুমিল্লা। এবার কুমিল্লার আরেক এমপি প্রকাশ্যে ঘুষি মারলেন উপজেলা চেয়ারম্যানকে।
জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ঘুষি মারেন দেবিদ্বার আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল।
কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার জানান, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে নিয়ে শনিবার (১৬ জুলাই) বিকালে সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সভায় এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ ও সম্পাদক স্বপনের নাম ঘোষণা করেন জেলা সেক্রেটারি। তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সমর্থন করেন। এতে ক্ষিপ্ত হয়ে এমপি রাজী মোহাম্মদ ফখরুল উপজেলা পরিষদের চেয়ারম্যানকে কিল-ঘুষি মারতে থাকেন। বর্তমানে আবুল কালাম হাসপাতালে চিকিৎসাধীন। আর উত্তর জেলা ও দেবিদ্বারের আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বাসায় অবস্থান করছে বলে তিনি জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন ঘটনাটি সত্য,আমি এখন ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছি। আপনাদের বিস্তারিত পরে জানাবো ।
এ বিষয়ে এমপি রাজী ফখরুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য এর আগেই গত ৩ জুলাই এবরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষে কমিটি ঘোষণা না দেয়ায় স্থানীয় এমপিসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে কয়েকঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় আ.লীগের নেতা-কর্মী ও সম্মেলনের কাউন্সিলররা তাদের অবরুদ্ধ করেন ‘এমপি সাহেব ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের ইগোর কারণেই এ উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয় ।

আরও পড়ুন

  • লিড এর আরও খবর