• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২২
সর্বশেষ আপডেট : ১৩ আগস্ট, ২০২২
Designed by Nagorikit.com

বরুড়ায় উৎসব মুখর পরিবেশে হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

কুমিল্লা জার্নাল

 

মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যনেজিং কমিটির নির্বাচনে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৩ আগষ্ট শনিবার সকাল ১০টায় বরুড়া পৌরসভার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোটারদের সারিবদ্ধ উপস্থিতিতে ভোট গ্রহণ শুরু হয়, বিরতিহিন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬ টি বুথে ভোটাররা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। মোট ভোটার সংখ্যা ছিল ২০৬৫ জন। প্রত্যক্ষ ভোটে বিজয়ী হন মোঃ মাইনুল হোসেন হেলাল ৬৪০ ভোট পেয়ে প্রথম স্থান হয়, তার নিকটতম প্রতিদ্ধন্দী প্রার্থী মোঃ জসিম উদ্দিন চৌধুরী ৬১০, ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন, এছাড়াও মোঃ আমান উল্লাহ ৬০২ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন, এবং মোঃ খায়ের উদ্দিন চৌধুরী ৫৪৩ ভোট পেয়ে ৪র্থ স্থান অর্জন করে বিজয়ী হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, এছাড়াও সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ৬ জন, পোলিং অফিসার হিসেবে ৬ জন দায়িত্ব পালন করেন। পাশাপাশি বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। এদিন কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। বিদ্যালয়ের ৬টি বুথেই ছিল প্রার্থীদের নিজ নিজ এজেন্ট। দিনব্যাপী নির্বাচনে প্রার্থীরা বিদ্যালয়ের বাহিরে নিজেদের ব্যালটে ভোট দিতে ভোটারদের কে অনুরোধ করতে দেখা যায় এবং প্রচুর লোকজন নিজের প্রার্থীকে বিজয়ী করতে প্রচারনা চালান। বেসরকারী ভাবে বিজয়ী অভিভাবক সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

কুমিল্লাজার্নাল/জাহিদ

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর