• ঢাকা
  • শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২২
সর্বশেষ আপডেট : ১ অক্টোবর, ২০২২
Designed by Nagorikit.com

বরুড়ায় পূজা উপলক্ষে এসকিউ ফাউন্ডেশন কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান

কুমিল্লা জার্নাল

মোঃ শরীফ উদ্দিনঃ কুমিল্লার বরুড়ায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এস কিউ গ্রুপ ও এসকিউ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন (শামীম) এর পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

 

৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় বরুড়া নরসিংহদেব ও জগন্নাথদেব উপজেলা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এস কিউ ফাউন্ডেশন এর সদস্য সচিব মোঃ তোফায়েল হোসেন এর সভাপতিত্বে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) ও বরুড়া জনকল্যাণ সমিতি ঢাকা এর সভাপতি বাবু মনীন্দ্র কিশোর মজুমদার।

 

বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, নরসিংহদেব ও জগন্নাথদেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান বাহাদুর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ তপন ভৌমিক, নরসিংহদেব ও জগন্নাথদেব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুদর্শন ভদ্র। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তপন দাস এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি তাপস লাল দত্ত, সাধারণ সম্পাদক তপন কৃষ্ণ বনিক, ভবেন্দ্র মোহন গোস্বামী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বরুড়া উপজেলার সাবেক সভাপতি মাষ্টার অরুন ভূষণ দে, বরুড়া কালিমাতা মন্দির পরিচালনা কমিটির আহবায়ক বিনয় ভূষণ সাহা,এদিন বরুড়া উপজেলার ৮৮ টি দুর্গা পূজা মন্ডপে সাত হাজার পাঁচশত টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর