• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৩
Designed by Nagorikit.com

ভিসিটি’র ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

জাহিদ হাসান নাইম||

ভিক্টোরিয়া  কলেজ থিয়েটারের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ‘নাট্য চর্চার মাধ্যমে বিবেককে জাগ্রত কর’ এই স্লোগানকে ধারন করে ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারী যাত্রা করা এই প্রতিষ্ঠানটি গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বর্ণিল আয়োজনে তাদের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি) মহড়া কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও ভিসিটি’র প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. আবু জাফর খাঁন, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভিসিটি’র প্রধান উপদেষ্টা জীতেন্দ্রনাথ তরফদারের ও সভাপতি মোঃ রুবেল হোসেন।

সকালে ভিসিটি’র নাট্য শিল্পী ও শিক্ষক উপদেষ্টাবৃন্দরা কলেজস্থ শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় এবং মহড়া কক্ষে প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন।

প্রধান অতিথি বক্তব্যে ড. আবু জাফর খান বলেন ভিসিটি ভিক্টোরিয়া কলেজ এবং কুমিল্লার জন্য সব সময় সুনাম বয়ে আনে, এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সব সময় সহযোগিতা করে যাওয়ার আশ্বাস প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন ভিসিটি’র সাবেক শিক্ষক উপদেষ্টা প্রফেসর কাজী মুজিবর রহমান, সাবেক প্রধান উপদেষ্টা মশিউর রহমান, বর্তমান শিক্ষক উপদেষ্টা শামীমা আক্তার, বাঁধন দাস, ভিসিটি’র সাবেক সভাপতি ও বর্তমান ছাত্র উপদেষ্টা ইকরামুল হাসান ইথার, মোঃ আল আমিন, শাহাদাত সরকার , সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বাশার বাঁধন ও ভিসিটি’র নাট্যশিল্পী নূরল আজম আরজু।
এসময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণ আলোচনা সভার আয়োজন, ভিসিটি’র নাট্যশিল্পীদের নাট্যাংশ, নৃত্য, কবিতা আবৃতি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর