গাজী মামুন, লালমাই।।
বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ়করণে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান-২ মিসেস আরমা দত্ত এমপি।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়ার সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহি অনুপম, অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক কেএম সিংহ রতন, লালমাই থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন দুলাল, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ববিতা বড়ুয়া, কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি এস কে সিনহা, কাঁকসার দারুল ফালাহ মাদ্রাসার মহাপরিচালক মুফতি মুহাম্মদ তোয়াহা, কুমিল্লা জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর রহমান, শ্রীকাইল সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রীযুত শ্যামা প্রসাদ ভট্টাচার্য, কুমিল্লা আওয়ার লেডি অব ফাতিমা ক্যাথলিক চার্চ ফাদার টমাস কোরাইও সহ অনেকে।
সংলাপে স্বাগত বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমাই শাখার সভাপতি ও ট্রাস্টি জ্যোতিষ সিংহ খোকন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আরমা দত্ত বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। জাতির পিতা বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা তথা অসাম্প্রদায়িক বাংলাদেশের মূলনীতি সন্নিবেশিত করে গেছেন। এই মাটি বড় পবিত্র মাটি, এই মাটিতে সাম্প্রদায়িকতার বীজ বপন হয়নি।
আর কুমিল্লা তথা ত্রিপুরায় ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত সাম্প্রদায়িকতা প্রতিষ্ঠিত হতে পারে নি। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের মানুষদের মধ্যে রয়েছে অসাধারণ এক মিলনমেলা। এখানে রয়েছে অসম্ভব সুন্দর ভ্রাতৃত্বের বন্ধন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কুচক্রী মহল ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে, আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :