• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২২
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২২
Designed by Nagorikit.com

সাংবাদিকতায় অনন্য ভূমিকা রাখায় সম্মাননা পেলেন আরটিভির সাংবাদিক নাইমুর রহমান শান্ত

কুমিল্লা জার্নাল

জাহিদ হাসান নাইম||

জনপ্রিয় প্রোডাকশন হাউজ ও আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আকাশ মিডিয়া ভুবনের এক যুগ পূর্তিতে, আরটিভির বাহরাইন প্রতিনিধি শান্তকে এ সম্মাননা দেয় প্রতিষ্ঠানটি। যুগ পূর্তি অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা।

গত ২ জুলাই (শনিবার) রাজধানীর তেজগাঁও, চ্যানেল ২৪ এর ক্যাফেটেরিয়া হলে, আরটিভির সংবাদ পাঠিকা হাবিবা আফরোজ ও চ্যানেল ২৪ এর ডিএসএম প্রধান জুয়েল খানের যৌথ সঞ্চালনায়, স্বাগত বক্তব্য দেন আকাশ মিডিয়া ভুবনের পরিচালক সাংবাদিক ই এম আকাশ, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জানিপপের চেয়ারম্যান ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, ফরাজী হাসপাতাল লিঃ ও ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান স্বাস্থ্য বন্ধু ডাঃ আনোয়ার ফরাজী ইমন, বাংলাদেশ বেতারের পরিচালক কামাল আহমেদ, বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহীর সাবেক প্রিন্সিপাল নাজিবুর রহমান পি.এইচ.ডি (এনডি-সি), বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ
সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল, মধ্যপ্রাচ্যের বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল হোসেন তফদার, সিআইপি এম.এম. গোলাম কবির ভূইয়া, দীপ্ত টিভির হেড অফ মার্কেটিং মুজাম্মেল হোসেন প্রমুখ। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে, সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এবং সাংবাদিকতায় অনন্য ভূমিকা রাখা সহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক দেয়া হয়েছে। পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের খাবারের মধ্য দিয়ে সমাপ্তি হয়।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর