সাতরা ডিবির অভিযানে হাজার পিস ইয়াবাসহ আটক ২
0 Share
[sharethis-inline-buttons]
স্টাফ রিপোর্টার।
কুমিল্লায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। রোববার রাতে কুমিল্লা কোতয়ালি মডেল থানাধীন সাতরা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া। আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার কাদের শিকদারের ছেলে রানা শিকদার (২১) এবং একই উপজেলার মজিবুর রহমান শিকদারের ছেলে শাকিল শিকদার (২০)। অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে এসব ইয়াবা জব্দ করা হয়। ওসি রাজেশ বড়ুয়া আরও জানান, ইয়াবাগুলো সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে কিনে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ওই এলাকায় অবস্থান করছিল তারা। দুজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :