• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২২
সর্বশেষ আপডেট : ১ আগস্ট, ২০২২
Designed by Nagorikit.com

হাজীপুর গ্রামকে আর্সেনিকমুক্ত করতে ৬ শতাংশ জমি দান করলেন প্রবাসী ফরহাদ হোসাইন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

গাজী মামুন: লালমাই, কুমিল্লা।

 

লালমাই উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাকই উত্তর ইউনিয়নের হাজীপুর গ্রামের সকল শ্রেণী পেশার মানুষের সাথে আর্সেনিক দূষণ প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৩১ জুলাই) সকালে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে হাজীপুর গ্রামস্থ ঈদগাহ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কেএম সিংহ রতন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রওনাক জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, বাকই উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী ফরহাদ হোসাইন, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাকই উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল ওহাব সেলিম, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের আহবায়ক আনোয়ার হোসেন।

 

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সিংহ রায়, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নোমান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিমুল বড়ুয়া সহ আরো অনেকে।

 

এসময় হাজীপুর গ্রামের ৮৫ শতাংশ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক থাকায় নিরাপদ পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসনে মাননীয় অর্থমন্ত্রীর নির্দেশক্রমে গভীর নলকূপ স্থাপনের জন্য ৬ শতাংশ জমি ক্রয় করে গ্রামবাসীদের জন্য উৎস করার ঘোষণা দেন হাজীপুর গ্রামের কৃতি সন্তান, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী ফরহাদ হোসাইন। মতবিনিময় শেষে দানকৃত জমিটি পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ।

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • লিড এর আরও খবর