![কুমিল্লা জার্নাল]( https://comilla-journal.com/wp-content/uploads/2021/12/received_591334622145014.webp )
ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ৫ কেজি গাঁজাসহ জামাল উদ্দিন (৫১) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সে ভোলা জেলার সদর থানার পশ্চিম চরকালী গ্রামের পন্ডিত বাড়ির মৃত ইউসুফ মিয়ার ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমার নেতৃত্বে এএসআই কামরুজ্জামান ও বল্লভ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম বাজারস্থ জামে মসজিদ রোডের মাথা থেকে ৫ কেজি গাঁজাসহ জামাল উদ্দিনকে আটক করে পুলিশ। দীর্ঘদিন ধরে সে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে কমদামে গাঁজা কিনে নিজ এলাকায় চড়া দামে বিক্রি করে আসছিলো বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমা বলেন, ‘চৌদ্দগ্রাম বাজারের জামে মসজিদ রোডের মাথা থেকে রোববার দুপুরে ৫ কেজি গাঁজাসহ জামাল উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
আর.আই/
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :