• ঢাকা
  • সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২২
সর্বশেষ আপডেট : ৩১ অক্টোবর, ২০২২
Designed by Nagorikit.com

অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

কুমিল্লা জার্নাল

গাজী মামুন, লালমাই, কুমিল্লা।

 

কুমিল্লার গণমানুষের নেতা, বরেণ্য রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় সংসদে ৮৬’র সেরা বক্তা, বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রয়াত সাংসদ অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ২৮তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের সমাধিতে দোয়া মোনাজাত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লার সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীরা। সোমবার (৩১ অক্টোবর) ভোরে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ সংলগ্ন সমাধির পাশে অবস্থিত এতিমখানার ছাত্ররা কুরআন খতম করেন।

 

সকাল থেকে প্রয়াত সাংসদের সমাধিতে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যক্ষ জামাল নাছের, লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, একুশে সংবাদের সম্পাদক ড. শাহজাহান মজুমদার সহ লালমাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ।

 

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত পরিচালনা পর্ষদ, শিক্ষক ও শিক্ষার্থীরা মরহুমের সমাধিস্থলে এসে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর