জাহিদ হাসান নাইম||
আল হারামাইন পারফিউম কুমিল্লা শাখার আউটলেটের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ কিউ আর টাওয়ারে কেক কেটে ও ফিতা কেটে আউটলেটটির শুভ উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডা. তাহসিন বাহার সূচনা ও আল হারামাইন পারফিউমস বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ সহ আরো অনেকে।
এই নিয়ে বাংলাদেশে আল হারামাইন পারফিউমসের ১১ তম আউটলেট এটি। কুমিল্লার এই আউটলেটটি সাজানো হয়েছে পারফিউম, আতর ও বাখুরের পাশাপাশি ডিওডরেন্ট আর এয়ার ফ্রেশনারের মতো সুগন্ধি পণ্য দিয়ে। উদ্বোধন উপলক্ষ্যে কুমিল্লার এই আউটলেটে সুগন্ধি প্রেমীদের জন্য যাবতীয় সুগন্ধিজাত পণ্য কেনাকাটার উপর থাকছে ঈদুল আজহা পর্যন্ত ২০% পর্যন্ত ফ্ল্যাট মূল্যছাড়।
সংযুক্ত আরব আমিরাত এর আজমান শহরে প্রতিষ্ঠিত আল হারামাইন পারফিউমসের বিশাল ফ্যাক্টিরিতে তৈরীকৃত সুগন্ধি পণ্য এখন ছড়িয়ে আছে পুরো বিশ্বজুড়ে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :