• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৮ নভেম্বর, ২০২৩
Designed by Nagorikit.com

কুমিল্লায় পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

কুমিল্লা জার্নাল
[sharethis-inline-buttons]

রুবেল মজুমদার।।

কুমিল্লায় শহরতলী নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে পার্কিং করা  পাপিয়া  সার্ভিস নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সোয়া ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এ সময় বাসে কোন যাত্রী ছিল না। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, বাসটি কুমিল্লা-দাউদকান্দি রোডে চলাচল করে। স্থানীয়রা রাত সোয়া ১১টার দিকে বাসে আগুনের খবর ফায়ার সার্ভিসকে জানালে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে গাড়ির মালিক পিকিং আক্তার বলেন,আমরা গাড়িটি গত ৪০ দিন ধরে রোডে ছিলো না,দীর্ঘদিন ধরেই গ্যারেজে ছিল,রবিবার  রাস্তায় নামানোর জন্য গাড়িটি প্রস্তুত করেছিলাম,যারা আমার গাড়িতে আগুন দিল  তাদের বিচার করতে হবে সরকারকে।

ঘটনারসময় প্রত্যেক্ষদর্শী কলেজ ছাত্র মামুন বলেন,পাসপোর্ট অফিসের সামনে আমরা কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলাম,হঠাৎ দেখি একটি মোটরসাইকেল আসে গাড়িতে পেট্রোল বোমা মেরে শহরের দিকে পালিয়ে যায়,আমরা চিৎকার দিলে স্থানীয় বাসিন্দারা এসে আগুন নিভানোর চেষ্টা করে,পরে ফায়ার সার্ভিস পুলিশ এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

কুমিল্লা জার্নাল/মুন্না 

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর