স্টাফ রিপোর্টার।।
কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন সহ বিভিন্ন অপরাধে কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ৮ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মেহেদী হাসানের নেতৃত্বে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিকে এই অর্থদন্ড দেয়া হয়। এর আগেও কুমিল্লা গোমতীর পাড়ের মাটি কাটা বন্ধে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ড্রাম ট্রাক ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। দেয়া হয়েছে অর্থদণ্ড ও কারাদণ্ড।
সহকারী কমিশনার মেহেদী হাসান জানায়, জেলা প্রশাসকের নির্দেশে প্রতিদিন দিনে ও রাতে অভিযান পরিচালনা হচ্ছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :