• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
Designed by Nagorikit.com

গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি-৯৮ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও আনন্দ ভ্রমণ

কুমিল্লা জার্নাল

গাজী মামুন : লালমাই, কুমিল্লা।

 

‘বন্ধুত্বে আলো বন্ধুত্বে ভয়, বন্ধুত্বে শক্তি বন্ধুত্বেই জয়’ এই স্লোগানে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলাধীন গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের বন্ধুত্বের বন্ধন স্মরণীয় করে রাখতে এসএসসি-১৯৯৮ ব্যাচের বন্ধুদের মিলন মেলা ও সপরিবারে আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এসএসসি-৯৮ ব্যাচের বন্ধু শহীদুল রহমান, সালাউদ্দিন শিপন, আব্দুল আলী পলাশ, সামসুল আলম মিল্লাত, আব্দুল মালেক, আরিফ দেওয়ান, দাউদুল ইসলাম, কাজল ও তোফাজ্জল হোসেনের উদ্যোগে কুমিল্লা কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইস পার্ক, শালবন বিহার, বৌদ্ধ বিহার, রূপবান মুড়া, ময়নামতি জাদুঘরে বন্ধুদের ব্যতিক্রমী এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।

 

১৯৯৮ সালে এসএসসি পাশের পর কেটে গেছে ২৫ বছর। দীর্ঘ এই পথচলায় বন্ধুদের একেকজন চলে গেছেন একেক পেশায়। দীর্ঘদিন যোগাযোগ না থাকায় আনন্দ ভ্রমণে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজখবর নেন পুরনো বন্ধু এবং তাদের পরিবার পরিজনের। অনেকেই এ-সময় স্কুল জীবনের স্মৃতিচারণায় মেতে উঠেন। বহুদিন পর প্রিয় বন্ধুদের পুনরায় কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন। এভাবে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়।

 

বন্ধুদের দিনব্যাপী কুশল বিনিময়, আড্ডা, পরিচিতি সভা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও স্মৃতিচারণ শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে সমাপ্ত হয় আনন্দ ভ্রমণ।

আরও পড়ুন

  • কুমিল্লা এর আরও খবর