নাজনীন নৈশি, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী আতিক হাসান অন্তরের মোবাইল ফোন ছিনতাই হয়েছে ।
মঙ্গলবার (০৫ জুলাই) বিকাল ৬:৩০ মিনিটে চট্রগ্রাম টু ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে এই ঘটনাটি ঘটে।
মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে ভোক্তভোগী বলেন, আমি জানালার পাশে মোবাইল ফোন হাতে নিয়ে বসেছিলাম। ট্রেনটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ আস্তে আস্তে অতিক্রম করার সময় হঠাৎ করে বাইরে থেকে কয়েক জন বখাটে হাত ঢুকিয়ে ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
ফোনটি উদ্ধার করার জন্য পরবর্তীতে ময়মনসিংহের সদর থানার একটি সাধারণ ডায়েরি করা হয়।
সদর থানার এস.আই আমীর হামজা বলেন, প্রতি বছর ঈদের সময়ে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। আজ আপনাদের সাথে এই ঘটনা ঘটেছে, ফোনটি উদ্ধার করার জন্য আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।
আপনার মতামত লিখুন :