
রুবেল মজুমদার
কুমিল্লা জেলার চান্দিনা থানার রারিরচর কাঠের পোল এলাকায় অভিযান পরিচালনা করে ২৩ কেজি গাঁজাসহ তিন জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ ।
গ্রেফতারকৃত হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার ঝারবাড়ি গ্রামের টুনু মিয়ার স্ত্রী হাজেরা বেগম(৫০); ২। একই গ্রামের মৃত জহিরুল ইসলাম এর স্ত্রী রাবেয়া আক্তার(৪২) এবং ৩। মোঃ নজরুল ইসলাম এর স্ত্রী কুলছুম আক্তার(৩৫)।
্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাদীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
[sharethis-inline-buttons]
আপনার মতামত লিখুন :